Tuesday, August 3, 2021

Al Quran : Digital (আল কুরআনঃ ডিজিটাল)

 

বাংলাদেশ সরকারের অসামান্য অবদান হচ্ছে ডিজিটাল আল-কুরআন।
(Digital Al-Quran is an outstanding contribution of the Government of Bangladesh.)


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন -
পবিত্র কুরআন শিক্ষার সুযোগকে আরো অবারিত, সহজ ও বিস্তৃত করা এবং দেশের সকল মানুষ ও বহির্বিশ্বে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশী ও তাদের সন্তানরা যাতে পবিত্র কুরআন সম্পর্কে জানতে ও শিখতে আগ্রহী হন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবারিত সুযোগ সৃষ্টি করা।
ডিজিটাল পদ্ধতিতে পবিত্র কুরআনের আরবীতে তেলাওয়াত এবং বাংলা ও ইংরেজীতে প্রতিবর্ণায়ন ও অনুবাদসহ দেখার, পাঠ করার ও শ্রবণ করার সুযোগ রয়েছে।
বিশ্বের যে কোন প্রান্ত থেকে মুসলিম-অমুসলিম নির্বিশেষে যে কোন আগ্রহী মানুষের জন্য এ সুযোগ অভিগম্য হবে ও অবারিত থাকবে।
Hon'ble Prime Minister Sheikh Hasina has said-
To make the opportunities for learning the Holy Quran more unobstructed, easy and wide and to create unrestricted opportunities for all the people of the country and all the expatriate Bangladeshis living abroad and their children to be interested in knowing and learning about the Holy Quran through information technology.
There is an opportunity to view, read and listen to the recitation of the Holy Quran in Arabic digitally and with transliteration and translation in Bengali and English.
This opportunity will be accessible and open to any interested person from any part of the world, irrespective of Muslims and non-Muslims.


No comments:

Post a Comment

Thanks for your comment and give me Suggest any time any way in my comment box or email address.