অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য
eticket.railway.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। নাম, ইমেইল এবং মোবাইল নম্বর দিয়ে একাউন্ট রেজিষ্ট্রেশন করুন।
জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ নম্বর এবং অন্যান্য তথ্য ব্যবহার করে প্রোফাইল আপডেট করুন।
আপনার যাত্রার স্টেশন ও গন্তব্য অনুযায়ী নিদিষ্ট তারিখের ট্রেন সার্চ করুন। ট্রেনের আসন নির্বাচন করে অনলাইনে পেমেন্ট করে ট্রেনের টিকিট বুকিং করুন।
eticket.railway.gov.bd ওয়েবসাইট থেকে বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং করার বিস্তারিত প্রক্রিয়া জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
ধাপ ১ : একাউন্ট রেজিষ্ট্রেশন করুন
আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে এই ওয়েবসাইট eticket.railway.gov.bd ভিজিট করুন।
রেজিষ্ট্রেশন করার জন্য আপনার Full Name, E-mail, Mobile Number, Password, NID / Birth Certificate Number, Post Code এবং Address লিখে Sign Up অপশনে ক্লিক করে একাউন্ট রেজিষ্ট্রেশন করুন।
ধাপ ২ : মোবাইল ভেরিফাই করুন
আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। উক্ত কোড নম্বর দিয়ে একাউন্ট ভেরিফাই করে নিবেন।
উক্ত ভেরিফিকেশন কোডটি লিখে নিচে থাকা Continue অপশনে ক্লিক করুন। আপনার একাউন্ট রেজিষ্ট্রেশন করার কাজ সম্পূর্ণ হয়েছে।
ধাপ ৩ : একাউন্টে লগইন করুন
একাউন্ট ভেরিফাই করার পরে স্বয়ংক্রিয় ভাবে আপনার মোবাইল বা কম্পিউটারে প্রোফাইল লগইন হয়ে যাবে।
যদি লগইন না হয় তাহলে এখন এবং ভবিষ্যতে ট্রেনের টিকিট বুকিং করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে উপরে ডানপাশে Login অপশনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আপনার প্রোফাইলের সকল তথ্য গুলো আপডেট করুন।
ধাপ ৪ : টিকিট বুকিং করার জন্য ট্রেন সার্চ করুন
আপনি কোন স্টেশন থেকে যাত্রা করবেন আর কোন স্টেশনে যাত্রা শেষ করবেন সেই অনুযায়ী ট্রেন সার্চ করুন।From : আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করতে চান সেই জায়গায় নাম লিখুন।
To : আপনি যে স্টেশনে যাত্রা শেষ করবেন সেই স্টেশনের নাম লিখুন।
Date of Journey : যে তারিখে যাত্রা করবেন সেই তারিখ সিলেক্ট করুন।
Choose Class : আপনি যে ধরনের সিট নিতে চান সেটা সিলেক্ট করুন।
শেষে Find Ticket অপশনে ক্লিক করুন।
ধাপ ৫ : ট্রেন ও সিট সিলেক্ট করুন
এখানে যে তারিখে আপনি যাত্রা করতে চান উক্ত তারিখের সকল ট্রেন গুলো দেখানো হবে। পছন্দের ট্রেন সিলেক্ট করে Book Now অপশনে ক্লিক করে সিট সিলেক্ট করুন।
সবুজ রঙের সিট গুলো ফাঁকা আছে। সেখান থেকে পছন্দের সিট সিলেক্ট করুন। আর লাল রঙের সিট গুলো বুকিং করা হয়ে গেছে।
View Seats অপশনে ক্লিক করে সিট বুকিং করুন। শিশুদের টিকেটের মূল্য পরের অপশনে সমন্বয় করা হবে। তারপর Continue Purchase অপশনে ক্লিক করুন।
ধাপ ৬ : ট্রেনের যাত্রীর তথ্য লিখুন
আপনি যে সিট গুলো বুকিং করছেন, সেই যাত্রীদের নাম এবং যাত্রীগণ শিশু নাকি বয়স্ক সিলেক্ট করুন। যাত্রীর বয়স ৩ বছর থেকে ১২ বছর হলে শিশু থাকলে Passenger Type Child সিলেক্ট করুন।
ধাপ ৭ : টিকিটের মূল্য পরিশোধ করুন
টিকিটে মোট ভাড়ার পরিমাণ, ভ্যাট, সার্ভিস চার্জ মিলে টোটাল ভাড়ার পরিমাণ দেখানো হবে। টিকেটের মূল্য পরিশোধ করার জন্য মোবাইল ব্যাংকিং বা ডেভিড/ক্রেডিট কার্ড অপশন থেকে যেকোনো একটি সিলেক্ট করে মূল্য পরিশোধ করুন।
ধাপ ৮ : ট্রেনের টিকিট প্রিন্ট করুন
মূল্য পরিশোধ করার পরে বাংলাদেশ রেলওয়ে ই টিকিট সিস্টেম থেকে আপনার টিকিট ইস্যু করা হবে। আপনার ইমেইল নম্বরে টিকিটের একটি কপি পাঠানো হবে। ইমেইলের Inbox এ না পাওয়া গেলে Spam Folder চেক করুন।
তাছাড়া আপনি স্বয়ংক্রিয় ভাবে ব্রাউজার থেকে উক্ত টিকিট সংগ্রহ করে সংগ্রহ করে টিকিটটি A4 কাগজে প্রিন্ট করে নিবেন।