Remove the background

Remove the background
Remove the background from your image for free with adobe express

Islamic Knowledge

সুরা ইয়াসিন বাংলা উচ্চারণ অর্থসহ

সুরা ইয়াসিন কোরআনের ৩৬ তম সুরা। এর আয়াত সংখ্যা ৮৩ এবং রুকু ৫টি। হজরত মুহাম্মদ (সা.)- এর নবুয়ত লাভের প্রথম দিকে এবং হিজরতের বহু আগে মক্কায় এই সুরা ইয়াসিন অবতীর্ণ হয়েছে।

এই সুরা থেকে পবিত্র কোরআনের বিশালত্ব সম্পর্কে সম্যক ধারণা পায় যায়।

সুরা ইয়াসিনের ফজিলত

সুরা ইয়াসিনের ফজিলত, গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না। এই সুরার মহাত্ম্য সম্পর্কে রাসুল (সা.) অসংখ্য হাদিসে বলেছেন। নিচে কিছু ফজিলত দেওয়া হলো-
সুরা ইয়াসিন কোরআনের হৃদয়

হজরত মুহাম্মদ (সা.) বলেছেন-

সব কিছুর মধ্যেই একটি হৃদয় আছে; কোরআনের হৃদয় হল সুরা ইয়াসিন।

[তাফসির-আল-সাবুনী খণ্ড ২]
এই হাদিসটি আমাদের দেখায় যে সুরা ইয়াসিন কতটা তাৎপর্যপূর্ণ । কারণ হার্ট আমাদের শরিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, পুরো কার্যকারিতা হার্টের ওপর নির্ভর করে। একইভাবে, সুরা ইয়াসিন কোরআনের হৃদয় এবং প্রতিটি মুসলমানের জন্য এটি পড়া এবং বোঝা অপরিহার্য।

সময়ে সময়ে আরও ইসলামিক জ্ঞান সম্পর্কে জানতে আমাদের ব্লগের সাথে থাকুন। ধন্যবাদ।

No comments:

Post a Comment

Thanks for your comment and give me Suggest any time any way in my comment box or email address.