Thursday, October 10, 2019

লিথিয়াম আয়ন ব্যাটারির তিন আবিষ্কর্তার হাতে রসায়নের নোবেল



রসায়নের নোবেল প্রাপ্রকরা


রসায়নে এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে এ পুরস্কার পাচ্ছেন তারা।

হাইলাইটস
  • রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বুধবার রসায়নবিদ জন বি গুডনাফ, রসায়নবিদ এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়ুশিনোর নাম ঘোষণা করে।
  • সম্মানিক অর্থ হিসেবে তাঁদের ১১ লক্ষ মার্কিন ডলার দেওয়া হচ্ছে।
  • প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

রসায়নে এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। রিচার্জেবল ব্যাটারি হিসেবে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে এ পুরস্কার পাচ্ছেন তারা। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বুধবার রসায়নবিদ জন বি গুডনাফ, রসায়নবিদ এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়ুশিনোর নাম ঘোষণা করে। সম্মানিক অর্থ হিসেবে তাঁদের ১১ লক্ষ মার্কিন ডলার দেওয়া হচ্ছে। প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এখনও পর্যন্ত ১৮১ জনকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। গতবছরও রসায়নশাস্ত্রে অবদানের জন্য পুরস্কার জেতেন আমেরিকার বিজ্ঞানী ফ্রান্সেস এইচ আরনল্ড, জর্জ পি স্মিথ এবং স্যার গ্রেগরি পি উইন্টার।

লিথিয়াম আয়ন ব্যাটারির কারণেই ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার সহজ হয়েছে। মোবাইল ফোন, পেসমেকার, ইলেকট্রিক কারের ব্যবহারের পথ তৈরি করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি। ৯৭ বছর বয়সে এই পুরস্কার পেয়ে রেকর্ড করলেন গুডএনাফ। আগামী ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর শান্তিতে ও ১৪ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।

১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার চালু করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ সালে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল। আইনসভার অনুমোদন শেষে তার উইল অনুযায়ী নোবেল ফাউন্ডেশন গঠিত হয়।

তাদের ওপর দায়িত্ব বর্তায় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থের সার্বিক তত্ত্বাবধান করা এবং নোবেল পুরস্কারের সার্বিক ব্যবস্থাপনা করা। বিজয়ী নির্বাচনের দায়িত্ব সুইডিশ অ্যাকাডেমি আর নরওয়েজিয়ান নোবেল কমিটিকে ভাগ করে দেওয়া হয়।

সংগৃহীত করা হয়েছে এই সময় অনলাইন নিউজ থেকে

Wednesday, October 9, 2019

MediaFire


আমরা যারা কম্পিউটার শব্দের সাথে জড়িত তাদের অনেকের একটা চিন্তা মাথায় নিয়ে ঘুরতে হয়। আর তা হলো আমার প্রয়োজনীয় বা জরুরী ফাইলগুলো যেন কোনভাবে নষ্ট না হয় বা হারিয়ে না যায়। তাই অনেকেই সাথে 4 জিবি হলেও একটা পেনড্রাইভ সাথে রাখি। অথবা বার্তি একটা হার্ডড্রাইভ সাথে রাখি। 

তো বন্ধুরা সেই চিন্তা একটু হলেও লাগব হবে আপনার যদি আপনার হাতে আরও 10 জিবি একটা বার্তি স্পেস থাকে। সেই চিন্তাকে দূর করার জন্য আপনাকে মিডিয়া ফায়ার দিচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম দুটুই সুবিধা। 

অতএব আর দেরি না করে এখনই স্পেসটি নিয়ে নিন। 



Many of us who are involved with computer words have to turn our thoughts around. And that is to ensure that my essential or urgent files are not lost or lost. So many people have a 4GB but with a pen drive. Or put a message on a hard drive. 

So friends, that thought will be a little bit, if you have 10 GB more space in your hand. To overcome that thought, Media Fire is giving you both free and premium benefits. 

So it's not too late to take the space now. 

Sunday, October 6, 2019

১০০ কোটির ক্লাবে হৃতিক-টাইগারের সিনেমা


বক্স অফিস মাতাচ্ছে হৃতিক রোশন ও টাইগার শ্রফের নতুন ছবি ‘ওয়্যার’। গত ২ অক্টোবর গান্ধি জয়ন্তীতে মুক্তি পেয়েছে দুই সুপারস্টারের এই সিনেমা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়েছে ‘ওয়্যার’। এক দিনেই আয় করেছে ৫৩ কোটি ৩৫ লাখ রুপি।