Remove the background

Remove the background
Remove the background from your image for free with adobe express

Monday, October 19, 2015

আমার ব্লগ

প্রিয় পাঠক JONSEL2000 এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কষ্ট করে পড়ার জন্য অন্তর থেকে অভিনন্দন। 
JONSEL2000 একটি ডিজাইন মিডিয়া। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আমার দেশের সাধারণ মানুষকে তথ্যপ্রযুক্তি নির্ভর করা। হোক সে শিক্ষিত বা অশিক্ষিত। হোক সে ধনী অথবা গরীব। অর্থাৎ যে যার অবস্থানরত থাকাকালীন নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ ও নিজের উপকার করতে পারা। প্রিয় পাঠক এটা আমার পরিচিতি মুলক প্রথম ব্লক হয়তো সাজিয়ে গুছিয়ে নাও লিখতে পারি তারপরও কিছু না লিখলে হয় না। কবির ভাষায় “পারিবনা, পারিবনা, এ কথাটি বলিও না আর, এক বার না পারিলে, দেখ শতবার”। তাই আমি থেমে থাকতে রাজি নই। উঠে পড়ে লেগেছি একটি ব্লগ তৈরীর জন্য যাতে করে বিশ্ববাসী আমাকে চিনতে পারে। আর আমার এই পরিশ্রম বৃথা যায়নি। টেক ইনফো এর একটি ব্লগ থেকে Blogger এ একটি পূর্নাঙ্গ ব্লগ সাইট তৈরি করার একটি পূর্ণ টিউটোরিয়াল শিরোনামে পাওয়া টিউনটির মাধ্যমে Blogger.com সাহায্যে এই পরীক্ষামুলক ব্লগটি তৈরি করেছি।

দয়া করে যদি কোন ভূল-ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। 

কমেন্ট, ত্রুটি সংশোধন অথবা পরামর্শ  প্রদানের জন্য যোগাযোগ :
jonsel2000@gmail.com
Cell: 01762801722