Wednesday, November 16, 2016

Sylhet Phone Guide

আসসালামু আ’লাইকুম.
সবাই ভালো আছেন নিশ্চই। আশাকরি ভালো থাকবেন। 

অজানাকে জানুন আর আশ্চর্যান্বিত হোন!
জীবনে চলার পথে অনেক সুবিধা অসুবিধা পুহাতে হয়। তার মধ্যে সবচেয়ে জরুরী বিষয় হলো যোগাযোগ মাধ্যমে। বিশ্ব আজ একটা তারের উপর নির্ভরশীল আর সেই তার দিয়ে এখন পাওয়া যায় বিশ্বের যে কোন প্রান্তের বিচিত্র সব খবর। সেই তারের নাম অবশ্যই আমরা জানি তারপরও আমি বলে দিচ্ছে - “অনলাইন বা ইন্টারনেট”। বিশ্ব ভ্রম্মান্ড সৃষ্টি থেকে আজ পর্যন্ত আমাদের মাঝে হাতে কলমে লেখালেখির বাহাদুরী প্রাচীন থেকে এখনও বহাল রয়েছে আর বভিষ্যতেও থাকবে। বর্তমান বিশ্বে দু’টোই চলে এসেছে চিরাচরিত সত্যের মত।
তাই আমাদের কথা চিন্তা করে আপনার/আমাদের মাঝে সম্পাদক ও প্রকাশক: সিলেট ফোন গাইড, সিলেট ব্যুরো প্রধান: দৈনিক আজকের সংবাদ, সদস্য: সিলেট জেলা প্রেসক্লাব, সভাপতি: সার্ক কালচারাল সোসাইটি, সিলেট বিভাগ ও বিশিষ্ট সাংবাদিক জনাব মঞ্জুর হোসেন খান নিয়ে এলেন “সিলেট ফোন গাইড” নামে একটি তথ্যনির্ভর যোগাযোগ বই। 
যেখানে থাকবে দেশ ও অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন, মোবাইল ও ইমেইল ঠিকানা।

যার প্রথম সংস্করণ শুরু হয়- ২০১২ সালে এবং বর্তমানে গাইডটির দ্বিতীয় সংস্করণ ২০১৭ও পাওয়া যাচ্ছে। 

সিলেট ফোন গাইড ১ম সংস্করণ ২০১২

সিলেট ফোন গাইড ২য় সংস্করণ ২০১৭


গাইডটি পেতে সরাসরি যোগাযোগ করুন :-
সাংবাদিক মঞ্জুর হোসেন খান, সম্পাদক ও প্রকাশক, সিলেট ফোন গাইড।

মোবাইল     : 01712071938
ই-মেইল     : monzur.press@gmail.com
ফেইসবুক    : sylhetphoneguide2012
ওয়েবসাইট  : www.sylhetphoneguide.com

No comments:

Post a Comment

Thanks for your comment and give me Suggest any time any way in my comment box or email address.